Antara Momo Bikoshito Koro Lyrics অন্তর মম বিকশিত করো লিরিক্স

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Antara Momo Bikoshito Koro Lyrics অন্তর মম বিকশিত করো লিরিক্স

 

অন্তর মম বিকশিত করো

অন্তরতর হে।

নির্মল করো, উজ্জ্বল করো,

সুন্দর কর হে।

জাগ্রত করো, উদ্যত করো,

নির্ভয় করো হে।

মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে।

অন্তর মম বিকশিত করো,

অন্তরতর হে।

 

যুক্ত করো হে সবার সঙ্গে,

মুক্ত করো হে বন্ধ,

সঞ্চার করো সকল মর্মে

শান্ত তোমার ছন্দ।

চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,

নন্দিত করো, নন্দিত করো,

নন্দিত করো হে।

অন্তর মম বিকশিত করো

অন্তরতর হে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।