Betare khobor jhore kobita বেতারে খবর ঝরে কবিতা আহমেদ ছফা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Betare khobor jhore kobita Ahmed Chofa বেতারে খবর ঝরে কবিতা আহমেদ ছফা

 

বেতারে খবর ঝরে,

তাজা খুন; কাঁচা প্রাণ ঝরে

ভিয়েৎনামে; পথে পথে

নগরে বন্দরে, বনে বনান্তরে

রক্ত ঝরে, রক্ত ঝরে

তপ্ত রক্ত ঝরে।

জিঘাংসার জটা মুক্ত সাগ্নিক নিঃশ্বাসে মূর্ত

মমচেরা কামনার বেশুমার নিহত মুহূর্ত

অকস্মাৎ আগ্নেয় ঝলকে

দুর্মর চেতনারশ্মি দুর্জয় প্রত্যয়ে ফুসে

তুলি লক্ষ গোখরার ফণা

দুরন্ত মাভৈঃ সুরে সবল দরাজ কণ্ঠে উদাত্ত ঘোষণা

মার্কিনির বর্বরতা ক্ষমা করিব না।

জন্মে জন্মে যুগে ক্ষমা করিব না

কোটি কণ্ঠে নৃশংস ঘোষণা।

আত্মারে গচ্ছিত রেখে পাপের হারেমে

জোব্বা পরা লম্পটেরা;

নারীর সতীত্ব লুটে বীরত্বের দর্প করে যারা

যারা দুনিয়ার লোভে সত্যসন্ধ মানুষের বেচাকেনা করে,

যাদের পাশব শৈর্যে মানবতা মাথা কুটে মরে,

যাদের নাপাং বোমা ফুলের ফাগুনভরা

সবুজ পোয়াতি ক্ষেতে আগুন লাগায়,

যাদের জীবানু অস্ত্রে শিশুরা মাছের মত ধুকে ধুকে মরে,

যাদের রকেট ঘাটি ঘুমন্ত চোখের কোণে

বিভীষিকা আনে,

যাদের হিংসার শরে নিগারেরা নিত্য বিদ্ধ হয়,

যাদের বেনিয়াবুদ্ধি পৃথিবীর উর্বরতা ক্ষুণœ হয়,

যারা রাখে জারজের রক্ত মাংসে

কলুষিত কামনার বীজ;

 

– সেই ঘৃণ্য দানবের নগ্ন বর্বরতা

ভিয়েতনাম সইবে না, সইবে না দুনিয়ার সংগ্রামী সেনানী।

আফ্রো’শিয়ার গহীন গহনবন, ফেনিল সমুদ্রতীরে।

মরুভর বুক কুঁড়ে অযুত নিযুত কণ্ঠ

বাতাসের হৃদপিণ্ড চিরে চিরে কয়,

– আদিম বর্বর তেজ বলদীপ্ত অহিংস হৃদয়

হিংসায় হিংসায় আজ নব পরিচয়।

তাই ধমনীর শেষে লালে, লিখে যাবো

সংগ্রামের রক্তাক্ত আখর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।