Pabo prem kan pete rekhe kobita পাবো প্রেম কান পেতে রেখে কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Pabo prem kan pete rekhe kobita Shakti Chattopadhyay পাবো প্রেম কান পেতে রেখে কবিতা শক্তি চট্টোপাধ্যায়

 

Pabo prem kan pete rekhe kobita (Poem) written by Shakti Chattopadhyay পাবো প্রেম কান পেতে রেখে কবিতা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়

 

বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার।

শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন

সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে;

সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে?

 

যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ!

স্মারক বাগানখানি গাছ হ’য়ে আমার ভিতরে

শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা

তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে পলাতক হলো।

 

আপনারে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে আমার

পুরানো স্পর্শের মগ্ন কোথা আছো? বুঝি ভুলে গেলে।

নীলিমা ঔদাস্যে মনে পড়ে নাকো গোষ্ঠের সংকেত;

দেবতা সুদূর বৃক্ষে, পাবো প্রেম কান পেতে রেখে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)