Beticrom haway kobita ব্যতিক্রম হাওয়ায় – মলয়শঙ্কর দাশগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
Beticrom haway kobita ব্যতিক্রম হাওয়ায় - মলয়শঙ্কর দাশগুপ্ত

আমি ছুঁয়ে যাই তোমার স্বপ্ন, ব্যতিক্রম হাওয়ায় ‘

বলেছিলে, ইন্দ্রনীল সময় ঝরে পড়লে
শেষ সূর্যের রশ্মি বুকে মেখে তুমি আসবে।

রৌদ্র ভেঙে ভেঙে আশ্বিনের শেষ প্রহরে সূর্য ডুবে যায়,
শহরের উচ্চতম অট্টালিকার শীর্ষে এখনও তার স্মৃতিচিহ্ন!
অথচ সময় তার কথা রাখে । ভগ্নস্তুপেও তার সাক্ষ্য।

শিউলি ফুলের শরীর শিশির, শিশিরের ঘাণে ঘাস।
দুলে ওঠে। বুকের মধ্যে পরবর্তী সোনালী রোদ্দুর
স্মৃতির সুবর্ণরেখা হয়ে শুয়ে থাকে ;

সময় কি কথা রাখে? কিংবা তুমি?
আমি ছুঁয়ে যাই তোমার স্বপ্ন, স্মৃতি
ব্যতিক্রম হাওয়ায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।