বিক্ষোভ (কবিতা) – সুকান্ত ভট্টাচার্য Bikhob poem by Sukanta

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bikhob poem by Sukanta Bhattacharya বিক্ষোভ (কবিতা) - সুকান্ত ভট্টাচার্য

 

দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,

হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।

জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে

ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,

কখনো কেউ কি ভূমিকম্পের আগে

হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?

যারা আজ এত মিথ্যার দায়ভাগী,

আজকে তাদের ঘৃণার কামান দাগি।

ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি,

আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি,

অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা,

তাতেই কি হয় আসল নকল মাপা?

বিদ্রোহী মন! আজকে ক’রো না মানা,

দেব প্রেম আর পাব কলসীর কণা,

দেব, প্রাণ দেব মুক্তির কোলাহলে,

জীন্ ডার্ক, যীশু, সোক্রোটিসের দলে।

কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল,

ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল,

ততদিনে প্রাণ দেব শত্রুর হাতে

মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে।

ইতিহাস! নেই অমরত্বের লোভ,

আজ রেখে যাই আজকের বিক্ষোভ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।