সিঁড়ি (কবিতা) – সুকান্ত ভট্টাচার্য Shiri poem Sukanta Bhattacharya

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

 

সিঁড়ি (কবিতা) - সুকান্ত ভট্টাচার্য Shiri poem Sukanta Bhattacharya

 

আমরা সিঁড়ি,

তোমরা আমাদের মাড়িয়ে

প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,

তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;

তোমাদের পদধূলিধন্য আমাদের বুক

পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।

 

তোমরাও তা জানো,

তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত

ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে

আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে

তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।

 

তবুও আমরা জানি,

চিরকাল আর পৃথিবীর কাছে

চাপা থাকবে না।

আমাদের দেহে তোমাদের এই পদাঘাত।

আর সম্রাট হুমায়ুনের মতো

একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।