Pahari josnay kobita Sunil Kumar Nandi : পাহাড়ী জ্যোস্নায় – সুনীল কুমার নন্দী

Kobikolpolota.in bangla-kobita-bangla-abritti-bangla-bani

পাহাড়ী জোৎস্নায় খসে
খসে নাকি সমস্ত আড়াল? দূরে
টিলায় ছড়িয়ে গেছে সঙ্গীদল, আমরা দুজন
কালো পাথরের নুড়ি খুঁজতে-খুঁজতে শালের ছায়ায়।
মিশে যাই, মেঘভাঙা পাহাড়ী জ্যোস্নায় অন্ধকারে
অদ্ভূত স্বাচ্ছন্দ্যে যেন শালের মঞ্জরী
খোলে
খুলে যায় শরীরে শরীর, গান।
আমাদের ব্যক্তিগত সব উচ্ছলতা
হয়তো দেখার ছল।
জ্যোস্নায় হাওয়া খেতে ভেসে আসে
ভেসে আসে লোকালয় সাঁওতালী মাদলে, আমরা
আবার শরীরে টানি পুরনো অভ্যাসে ওই
কাপাসের ভার
অথচ পাহাড়ী জ্যোৎস্না
খুলেও পারে না খুলতে আড়ালের ভিতর আড়াল।

পছন্দসই পোস্ট গুলি দেখুন
 
+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Leave a Reply

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য এইন‌ই রেজিস্ট্রেশন করুন
অনলাইনে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য যুক্ত হন