Soilopatra kobita in bengali : শৈলপত্র – অমিয় চক্রবর্তীর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
ঠাণ্ডা হাওয়া শিরিশিরি গায়ে লাগছে
শুনছি পাতার ইশারা, কুহুর ব্যঞ্জনা, কাঠবেড়ালির ঝুপঝাপ ;
উচু নিচু জমি, ছাগল গােরু চরা
পাহাড়ি ছােট্ট ছেলের তদারকে ;
 উত্তরে হিমবান পর্বত আকাশচুম্বী মন্তকে ঐ জাগ্রত,
সাদা জটার নিম্নধারী গ্নেশিয়ার স্পষ্ট চোখে পড়ল।

“শােননা, নদী যেমন সমুদ্রের দিকে ধাবিত হয়
পৃথিবী যেমন সূর্যের দিকে
তেমনি আমার মন খুজছে তােমার ;
ভাষা থেমে নির্ভাষ প্রকাশের পারে
ঐ অরণ্য আকাশে একাত্মিক।
 এইরকমই ভালাে।
সূত্র সবুজ ঘাস থেকে চন্দ্র গ্রহ সূর্য নিয়ে যেমন পৃথিবীর
গেরস্থালি সেইরকম ছােটো বড়ো দুই মিলিয়ে থাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)