Ei To Petechi Hath Kobita : এই তাে পেতেছি হাত – মৃণাল বসুচৌধুরী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

এই তাে পেতেছি হাত
দাও কতটুকু দিতে পারাে দেখি
ঝাঁপির ওপরে কেন কাঁপছে আঙুল
কেন ঠোঁটে শব্দহীন ভাষা
পবিত্র নখের ম্লান
নিয়ন্ত্রণে
কেন স্তব্ধ শরীর মূৰ্ছনা
তবে কি বিষগ্ন শীত
রােমকূপ থেকে শুষে নেয় সমস্ত উষ্ণতা
নাকি বসন্তের প্রবল উত্তাপ
সুখ ও শান্তির উৎসে
ডাকে সন্তর্পণে
কেন চোখে
প্রবাসী হাওয়ার স্মৃতি
শৌখিন বিভ্রমে কেন
অনুদার দুর্বিনীত হাত
আমি তাে নেবারই জন্য
নতজানু
দাও
কতটুকু দিতে পারাে দেখি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)