Emon triptir poem Al Mahmud এমন তৃপ্তির কবিতা – আল মাহমুদ

কী নিয়ে ঘর করবে? ফুটো হাঁড়ি ভাঙা চাল চুলাে
শানকিতে শাদা ভাত, একটি মাটির দীপ জ্বেলে
যার মুখ ভালাে লাগে, যদি তার চোখ দেখে ভােলো;
সে পুরুষ যে-ই হােক, সে যদি নিজেকে দেয় ঢেলে
আর সে আকাঙ্ক্ষা আনে, তৃপ্তি আনে, সান্ত্বনা, সন্তান
দিতে পারে তােমাকেও, তবে তার অভাবের ঘর
দীর্ণ করে গড়ে তােলাে কোনাে ভালােবাসার বাগান
তার দেহে দেহ রেখে একবার কাঁপাে থরথর।
স্পর্ধিত রােমশ বুকে একেকটি চুম্বনের দাগ
কাঁপা ঠোঁটে এঁকে দাও। ভাবুক সে ডাইনি, মায়াবী
স্তন ঠোট নখ হতে ঢেলে দাও নিজের পরাগ
বলাে তারে, ওরে পশু, বল্ আর কতটুকু পাবি,
সবি তাে দিলাম তুলে যা ছিলাে এ দেহের ভূভাগ
তার বিনিময়ে করি মাঠ ঘর সন্তানের দাবি।