হরিপ্রসন্ন দাশগুপ্ত

Chatukhor kobita Hariprasanna Dasgupta ছাতুখোর কবিতা হরিপ্রসন্ন দাশগুপ্ত

Chatukhor kobita ছাতুখোর কবিতা – হরিপ্রসন্ন দাশগুপ্ত

  বাজী রাখলে বীর পালোয়ান রামদীন দোবে— চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে। জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে— কাজে কাজেই নুন্ লঙ্কায় শুকনো দিলে মেরে। বাজী জিতে’ রামদীন ট্যাঁকে গুঁজ্‌লে টাকা, এদিক দিয়ে পিপাসাতে যায় না জীবন…

Read MoreChatukhor kobita ছাতুখোর কবিতা – হরিপ্রসন্ন দাশগুপ্ত

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।