যদি – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সময় বিশেষে যদি ভাল থাকে কেউ, যদি সেরে যায় রোগ,
আলোর গতির যদি ঝরে পড়া থাকে, যদি কথা থাকে কোনও,
মুখের মালিন্যটুকু বকুলফুলের মতো সাজিয়ে রাখায়
ভাল যে বেসেছে, তাকে ভোলার কৌশল যদি মনে এসে থাকে,
যদি কোনও কোল থেকে গড়িয়ে নামার বেলা মুঠো খুলে সব
চিঠিপত্র পড়ে যায়, যদি দুপুরের পর বিকেল না হয়,
তাকিয়ে থাকার পর তাকিয়ে থাকাই যদি কাজ হয়, আর
ঘুমের সময়টুকু যদি শুধু ঘুমই আসে, তবে তা-ই হোক…