Nirar rokte lukochuri kobita নীরার রক্তে লুকোচুরি – ঈশিতা ভাদুড়ী
তুমি তো এখনও সাতাশ বছর, তাই রক্তে ভাঙো আবেগ, সমুদ্রে কত্থক… অদ্ভুত চন্দনগন্ধ এখনো তোমার হৃৎপিণ্ডে । তুমি তো চল্লিশোর্ধ্বেও সাতাশ বছরের ছোকরা যুবক, যেকোনো নারীর রহস্যে এখনও তোমার চিবুক তুমি রাখতে পারো, একটি চুম্বনে নীরার রক্তে লুকোচুরি এখনও তোমায়…