Nirbason kobita Ishita Bhaduri : নির্বাসন – ঈশিতা ভাদুড়ী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে, নির্জনতার কাছে ।
যেখানে কোন নারী জন্মায় নি
আর পাখীরা নিশ্চুপ আজও ।

তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে, কাঁটা বনের কাছে ।
যেখানে ঘাসের বদলে পড়ে থাকে
দু’চারটে নুড়ি পাথর ।
সেইখানে চলে যেতে বলেছি তাকে,
যেখানে জ্যোৎস্না মিশে যায় ঝিঁ ঝিঁ র শব্দে –

তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে,
সেই নির্মম গ্রহে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)