Ei ononto rat kobita lyrics : এই অনন্ত রাত – ঈশিতা ভাদুড়ী
ছত্রিশ ইঞ্চি মাপের বিছানায়
ছ-ইঞ্চি তুমি নিয়ে
বাকি অংশ আমাকে দিলে
আমি কি পারি
অত ফাঁক নিতে ?
অত রাগ ? অত শূণ্যতা ?
আমি কি পারি ?
ছত্রিশ ইঞ্চি মাপের বিছানায়
মাত্র ছ-ইঞ্চি যদি
নাও তুমি
কীভাবে নেবো আমি
এই অনন্ত রাত ?
চৈত্রের ধূলো ঝড় ?