জন্মভূমি (কবিতা) – যতীন্দ্রমোহন বাগচী
ঐ যে গাঁ-টি যাচ্ছে দেখা ‘আইরি’-ক্ষেতের আড়ে— প্রান্তটি যার আঁধার-করা সবুজ কেয়াঝাড়ে, পূবের দিকে আম-কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল-বালকেরা— ঐটি আমার গ্রাম— আমার স্বর্গপুরী, ঐখানেতে হৃদয় আমার গেছে চুরি! বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা,…