Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Madhobika kobita poem lyrics মাধবিকা কবিতা – যতীন্দ্রনমোহন বাগচী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Madhobika kobita poem lyrics মাধবিকা কবিতা - যতীন্দ্রনমোহন বাগচী

 

Bengali Poem (Bangla Kobita), Madhobika written by Jatindra Mohan Bagchi বাংলা কবিতা, মাধবিকা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী

 

দখিন হাওয়া – রঙিন হাওয়া, নূতন রঙের ভাণ্ডারী,

জীবন-রসের রসিক বঁধু, যৌবনেরি কাণ্ডারী!

সিন্ধু থেকে সদ্য বুঝি আসছ আজি স্নান করি’-

গাং-চিলেদের পক্ষধ্বনির শন্শনানির গান্ ধরি’;

মৌমাছিদের মন ভুলানি গুনগুনানির সুর ধরে’-

চললে কোথায় মুগ্ধ পথিক, পথটি বেয়ে উত্তরে?

 

লক্ষ ফুলের গন্ধ মাখি’ বক্ষ আঁকি চন্দনে,

যাচ্ছ ছুটে’ কোন প্রিয়ারে বাঁধতে ভুজবন্ধনে?

অনেক দিনের পরে দেখা, বছর-পারের সঙ্গী গো,

হোক্ না হাজার ছাড়াছাড়ি, রেখেছ সেই ভঙ্গি তো!

-তেমনি সরস ঠাণ্ডা পরশ, তেমনি গলার হাঁকটি সেই,

দেখতে পেলেই চিনতে পারি, কোনোখানেই ফাঁকটি নেই!

-কোথায় ছিলে বন্ধু আমার, কোন্ মলয়ের বন ঘিরে’,

নারিকেলের কুঞ্জ-বেড়া কোন্ সাগরের কোন্ তীরে!

লকলকে সেই বেতসবীথির বলো তো ভাই কোন্ গলি,

এলা-লতার কেয়াপাতার খবর তো সব মঙ্গলই?

 

-ভালো কথা, দেখলে পথে সবাই তোমায় বন্দে তো,-

বন্ধু বলে’ চিনতে কারো হয়নি তো ভাই সন্দেহ?

নরনারী তোমার মোহে তেমনি তো সব ভুল করে-

তেমনিতর পরস্পরের মনের বনে ফুল ধরে!

আসতে যেতে দীঘির পথে তেমনি নারীর ছল করা;

পথিকবধুর চোখের কোণে তেমনি তো সেই জলভরা?

যুবতীরা ডাগর আঁখির কাজল-লেখা মন্তরে

আজ‌ও তো সেই আগের মতন প্রিয়জনের মন হরে?

পলাশ ফুলে হঠাৎ দেখে’ নক্ষত্রের চিহ্ন কার,

ঈষৎ হেসে কন্ঠে বাঁধে পূর্বরাতের ছিন্নহার!

রঙ্গনে সেই রং তো আছে, অশোকে তাই ফুটছে তো,

শাখায় তারি দুলতে দোলায় তরুণীদল জুটছে তো?

তোমায় দেখে’ তেমনি ডেকে উঠছে তো সব বিহঙ্গ,

সবুজ ঘাসের শীষটি বেয়ে রয় তো চেয়ে পতঙ্গ?

-তেমনি -সবই তেমনি আছে! -হ’লাম শুনে খুব খুশী,

প্রাণটা ওঠে চনচনিয়ে, মনটা ওঠে উসখুসি’!

নূতন রসে রসল হৃদয়, রক্ত চলে চঞ্চলি’, –

বন্ধু তোমায় অর্ঘ্য দিলাম উচ্ছলিত অঞ্জলি।

গ্রহণ করো, গ্রহণ করো- বন্ধু আমার দণ্ডেকের-

জানি নাক আবার কবে দেখা তোমার সঙ্গে ফের।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)