Jodi valobasa pai kobita যদি ভালোবাসা পাই কবিতা রফিক আজাদ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Jodi valobasa pai kobita Rafiq Azad যদি ভালোবাসা পাই কবিতা রফিক আজাদ

 

যদি ভালবাসা পাই আবার শুধরে নেব

জীবনের ভুলগুলি

যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে

তুলে নেব ঝোলাঝুলি

যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে

মখমল দিন পাব

যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো

আর সমুদ্র সাঁতরাবো

যদি ভালবাসা পাই আমার আকাশ হবে

দ্রুত শরতের নীল

যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব

মধ্য অন্তমিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।