কমলাকান্তের দুর্গোৎসব কবিতা Kamalakanter Durgotsav Poem

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

এই কবিতাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তরগত ‘আমার দুর্গোৎসব’ রচনা থেকে সংগৃহীত। তাই এই কবিতাটি কমলাকান্তের দুর্গোৎসব কবিতা বলে পরিচিত।

 

জয় জয় জয় জয় জয়দাত্রি।

জয় জয় জয় বঙ্গজগদ্ধাত্রি।

জয় জয় জয় সুখদে অন্নদে ।

জয় জয় জয় বরদে শৰ্ম্মদে।

জয় জয় জয় শুভে শুভঙ্করি।

জয় জয় জয় শান্তি ক্ষেমঙ্করি।

দ্বেষকদলনি, সন্তানপালিনি।

জয় জয় দুর্গে দুর্গতিনাশিনি।

জয় জয় লক্ষ্মী বারীন্দ্ৰবালিকে।

জয় জয় কমলাকান্তপালিকে ।

জয় জয় ভক্তিশক্তিদায়িকে।

পাপতাপভয়শােকনাশিকে।

মৃদুল গম্ভীর ধীর ভাবিকে।

জয় মা কালি করালি অম্বিকে।

জয় হিমালয়নগবালিকে।

অতুলিত পূর্ণচন্দ্রভালিকে।

শুভে শোভনে সৰ্বার্থসাধিকে।

জয় জয় শান্তি শক্তি কালিকে।

জয় মা কমলাকান্তপালিকে।

নমােহস্তু তে দেবি বরপ্রদে শুভে।

নমােহস্তু তে কামচরে সদা ধ্রুবে।

ব্ৰহ্মাণী রুদ্রাণি ভূতভব্যে যশস্বিনি।

ত্রাহি মাং সর্বদুঃখেভ্যো দানবানাং ভয়ঙ্করি।

নমােহস্তু তে জগন্নাথে জনানি নমােহস্তু তে।

প্রিয়দান্তে জগন্মাতঃ শৈলপুত্রি বসুন্ধারে ।

ত্রায়স্ব মাং বিশালাক্ষি ভক্তানামাত্তি নাশিনি।

নমামি শিরসা দেবীং বন্ধনােহস্তু বিমােচিতঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।