Poem ghor by Sankha Ghosh ঘর (কবিতা) – শঙ্খ ঘোষ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Kobita ghor by Sankha Ghosh - ঘর - শঙ্খ ঘোষ
কখনাে মনে হয় তুমি ধানখেতে ঢেউ, তারই সুগন্ধে গভীর তােমার

উদাত্ত-অনুদাত্তে বাঁধা দেহ, প্রসারিত, হিল্লোলিত

আমি ডুবে যাই নিবিড়ে নিমগ্ন বৃষ্টিরেণুর মতাে,

শিউরে ওঠে সমস্ত পর্ণকণা

জীবনের রােমাঞ্চে, ধূপের ধোঁয়ার মতাে মাটির শরীর জাগে কুণ্ডলিত

কুয়াশায়

তারই কেন্দ্রে তুমি, তুমি প্রসারিত, হিল্লোলিত, প্রসারিত।

আজ মনে হয় কী ক্ষমাহীন রাতগুলি বেঁধেছিল আমায়। বাইরে তার

সজল মেঘাবরণ, দেখে ভুললে, কামনার দুই ঠোঁটে টেনে নিলে বুকের

উপর বারেবারে, ঘুলিয়ে উঠল অন্তরাত্মা

কিন্তু কাছে এসে দেখলে, হায়, এ কী ভগ্নকরুণ অবনত দয়িত আমার!

এই কি সে দিব্যসজল মুখশ্রীর যৌবন যাকে আমি

মগ্ন আকাশের অসংখ্য

তারার মতাে চুম্বনকণিকায় ভরে দিতে পারতুম, হায়

বলে উদ্বেল হলাে করুণা তােমার দুই বুকে,

যুগল নিঃশ্বাস প্রবাহিত হলাে

ধানখেতের উপর তােমারই সংহত শরীরের মতাে, দূরে

আর তার নিপীড়ন দেহ ভরে। আস্বাদ করে আস্তে-আস্তে উন্মােচিত হতে

থাকে আমার সমস্ত অন্ধকার, সমস্ত অন্ধকার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।