শক্তি চট্টোপাধ্যায় এর কবিতা মানুষ দেখে ভয় পেয়েছে
একটি মানুষ হঠাৎ কেন শব্দ করে-
তালি বাজায়?
পাথর দেখে ভয় পেয়েছে।
মানুষটা কি পাথর নিজেই?
পরস্পরের আলিঙ্গনে জ্বলবে আগুন?
ভয় পেয়েছে।
একটি মানুষ মানুষ দেখে ভয় পেয়েছে!
জঙ্গলে সে ভীষণ যেতো অবশ্যত
জঙ্গলে সে বাঘের পায়ের ছাপ দেখেছে।
লক্ষ্মীঠাকুর যেমন হাঁটেন উঠোন জুড়ে-
মানুষ ধূপের ধুনোর গন্ধে ভয় পেয়েছে
মানুষটি আজ মানুষ দেখে ভয় পেয়েছে।
Subscribe
0 Comments
Oldest