Fire ase bangla kobita Sakti Chattopardhyay : ফিরে আসে – শক্তি চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Bangla Kobita, Fire ase written by most popular bengali poet Sakti Chattopardhyay

 

কুলিক নদীর জল বাঁধা পড়ে আলস্যে মাটির

 

গাছের ছায়াটি গাছে ডুবে আছে দুপুর রোদ্দুরে

বৃষ্টি নেই, পাতাগুলি পুড়ে গিয়ে হয়েছে পাথর

গুলমােহর ফুল আর শুকনাে পাতা লুটোচ্ছে গাছের

গােড়ায়,

শিকড় জুড়ে আনন্দ-র পাতা করতল

পূর্ণ করে জল চায়, জল দাও, ক্লান্ত চণ্ডালিকা

 

জল দাও শিকড়ে আমার

জল দাও হৃদয় ভাসায়ে

শ্রাবণের বৃষ্টিতে ভাসাও

আমার শিকড় দেহখানি

 

কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে

ফিরে আসে সবুজে আমার

ফিরে আসে জলের কিনারে

ফিরে আসে ঘাসে ও পাতায়-

 

কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে।।

 

কবিতাঃ ফিরে আসে।

কবিঃ শক্তি চট্টোপাধ্যায়।

 

Fire ase bangla kobita Sakti Chattopardhyay - ফিরে আসে - শক্তি চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)