Bongo songit kobita Megh Basu বঙ্গসঙ্গীত – মেঘ বসু
আমি তো এসেছি শালুক কুড়োব বলে বর্ষার ভেতরে নেমে, নদীর জীবন মাছের গীতিকা হব পরিণামে তুমি বিষাদ দিয়েছ সামান্য কলম পারে, এত নিরাময় দিতে!
আমি তো এসেছি শালুক কুড়োব বলে বর্ষার ভেতরে নেমে, নদীর জীবন মাছের গীতিকা হব পরিণামে তুমি বিষাদ দিয়েছ সামান্য কলম পারে, এত নিরাময় দিতে!
মুঠোর ভেতর ধরে আছো যে রুমালজানি, সে বাসনা জড়িয়ে রেখেছে বুকেআমার নিখোঁজ তার কাছে জমাতার চোখে পৃথিবীর সমস্ত ইশারাআলো, হাওয়া, গান, রৌদ্রময় ক্ষমাআর ওই আগুনধোয়া সালোয়ারজানি, তার নীচে হলি খেলছে শিমুল, পলাশ…আদরেরে বসন্ত উৎসব…
ভালোবাসা জানি শুধু ভেসে যাওয়াসুতো দিয়ে গেঁথেছি প্রণয়এই দেখা জলের স্বভাব কোনওশুধু ভিজে যাওয়া গোধূলির মতোআর কেউ নয়…তুমি বললেই শব্দহীন ফিরে যেতে পারি!
সমর্পণেও বুঝেছিআমার জন্য উৎসব নেই তোমার মনে।এতটুকু ব্যথা নেই।দিঘল মায়া নেই।সমর্পণ তো আগুন মহোৎসব,নির্জলা উপোসের দিন।আকাশ বুঝেছে তেষ্টার জলমেঘেরা বুঝেছে চাতক অভিসারী স্নান।শুধু তুমি বোঝো নি –সমর্পণ আসলেঅতল অবগাহনের নাম।