Polatoka kobita Kazi Nazrul Islam পলাতকা কবিতা – কাজী নজরুল ইসলাম

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

 

Polatoka kobita Kazi Nazrul Islam পলাতকা কবিতা – কাজী নজরুল ইসলাম

 

Bangla Kobita, Polatoka written by Kazi Nazrul Islam বাংলা কবিতা, পলাতকা লিখেছেন কাজী নজরুল ইসলাম

 

কোন্‌ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্‌ ওরে চখা?

ওরে আমার পলাতকা!

তোর প’ড়লো মনে কোন্‌ হারা-ঘর,

স্বপন-পারের কোন্‌ অলকা?

ওরে আমার পলাতকা!

তোর জল ভ’রেছে চপল চোখে,

বল্‌ কোন্‌ হারা-মা ডাকলো তোকে রে?

ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায়

হাতছানি দেয় নিবিড় মায়ায়-

উতল পাগল! চিনিস্‌ কি তুই চিনিস্‌ ওকে রে?

যেন বুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায়, “আয়,

ওরে আয় আয় আয়,

কেবল আয় যে আমার দুষ্টু খোকা!

ওরে আমার পলাতকা!’’

দখিন্‌ হাওয়ায় বনের কাঁপনে-

দুলাল আমার! হাত-ইশারায় মা কি রে তোর

ডাক দিয়েছে আজ?

এতকদিনে চিন্‌লি কি রে পর ও আপনে!

নিশিভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ!

ধানের শীষে, শ্যামার শিসে-

যাদুমণি! বল্‌ সে কিসে রে,

তুই শিউরে চেয়ে ছিঁড়লি বাঁধন!

চোখ-ভরা তোর উছলে কাঁদন রে!

তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষে রে!

যেন আচম্‌কা কোন্‌ শশক-শিশু চ’ম্‌কে ডাকে হায়,

“ওরে আয় আয় আয়

আয় রে খোকন আয়,

বনে আয় ফিরে আয় বনের চখা!

ওরে চপল পলাতকা’’।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)