Labonner lota kobita Helal Hafiz লাবণ্যের লতা কবিতা হেলাল হাফিজ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Labonner lota kobita Helal Hafiz লাবণ্যের লতা কবিতা হেলাল হাফিজ

 

Bengali Poem, Labonner lota kobita lyrics written by Helal Hafiz বাংলা কবিতা, লাবণ্যের লতা লিখেছেন হেলাল হাফিজ

 

দুরভিসন্ধির খেলা শেষ হয়ে কোনোদিন

দিন যদি আসে,

এই দেশে ভালোবেসে বলবে মানুষ,

অনন্বিত অসন্তোষ অজারকতার কালে এসে

লাবন্যের লকলকে লতা এক খুব কায়ক্লেশে

একদিন তুলেছিলো বিনয়াবনত মাথা

এতোটুকু ছিলো না দীনতা।

 

অকুলীন এই দিন শেষ হয়ে কোনোদিন

দিন যদি আসে,

শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল মানুষ এদেশে

বলবে সূর্যের দিকে ছিলো সেই লতাটির মুখ

বলবে মাটির সাথে ছিলো তার গাঢ় যোগাযোগ,

কিছু অক্সিজেন সেও দিয়েছিলো

নিয়েছিলো বিষ

বলবে পুষ্পিত কিছু করেছিলো ধূসর কার্নিশ।

 

ভালোবাসাবাসিহীন এই দিন সব নয়— শেষ নয়

আরো দিন আছে,

ততো বেশি দূরে নয়

বারান্দার মতো ঠিক দরোজার কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)