Nuton bothsor kobita Michel Madhusudan Dutta নূতন বৎসর কবিতা মাইকেল মধুসূদন দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Nuton bothsor kobita Michel Madhusudan Dutta নূতন বৎসর কবিতা মাইকেল মধুসূদন দত্ত

 

Bengali Poem, Nuton bothsor kobita lyrics written by Michel Madhusudan Dutta বাংলা কবিতা, নূতন বৎসর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত

 

ভূত-রূপ সিন্ধু-জলে গড়ায়ে পড়িল

বৎসর, কালের ঢেউ, ঢেউর গমনে।

নিত্যগামী রথচক্র নীরবে ঘুরিল

আবার আয়ুর পথে। হৃদয়-কাননে,

কত শত আশা-লতা শুখায়ে মরিল,

হায় রে, কব তা কারে, কব তা কেমনে!

কি সাহসে আবার বা রোপিব যতনে ।

সে বীজ, যে বীজ ভূতে বিফল হইল!

বাড়িতে লাগিল বেলা ; ডুবিবে সত্বরে

তিমিরে জীবন-রবি। আসিছে রজনী,

নাহি যার মুখে কথা বায়ু-রূপ স্বরে ;

নাহি যার কেশ-পাশে তারা-রূপ মণি ;

চির-রুদ্ধ দ্বার যার নাহি মুক্ত করে

ঊষা,—তপনের দূতী, অরুণ-রমণী!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)