Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Athmabilap kobita lyrics poetry আত্মবিলাপ কবিতা – মাইকেল মধুসূদন দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Athmabilap kobita lyrics poetry  আত্মবিলাপ কবিতা - মাইকেল মধুসূদন দত্ত

 

Bengali Poem (Bangla Kobita), Athmabilap written by Michael Madhusudan Dutta বাংলা কবিতা, আত্মবিলাপ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত

 

   ১.

আশার ছলনে ভুলি               কী ফল লভিনু, হায়,

   তাই ভাবি মনে?

জীবন-প্রবাহ বহি                  কাল-সিন্ধু পানে যায়,

 ফিরাবো কেমনে?

দিন-দিন আয়ুহীন,                 হীনবল দিন-দিন ,-

তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!

 

   ২.

রে প্রমত্ত মন মম!                  কবে পোহাইবে রাতি?

  জাগিবি রে কবে?

জীবন-উদ্যানে তোর              যৌবন-কুসুম-ভাতি

    কত দিন রবে?

নীর-বিন্দু, দূর্বাদলে,                নিত্য কি রে ঝলমলে?

কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি?

 

৩.

নিশার স্বপন-সুখে সুখী যে, কী সুখ তার?

জাগে সে কাঁদিতে!

ক্ষণপ্রভা প্রভা-দানে               বাড়ায় মাত্র আঁধার

  পথিকে ধাঁদিতে।

মরীচিকা মরুদেশে,              নাশে প্রাণ তৃষাক্লেশে-

এ তিনের ছল সম ছল রে এ কু আশার

 

৪.

প্রেমের নিগড় গড়ি                   পরিলি চরণে সাধে;

     কী ফল লভিলি?

জ্বলন্ত-পাবক-শিখা-লোভে তুই কাল ফাঁদে

       উড়িয়া পড়িলি!

পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি, অবোধ, হায়!

না দেখলি, না শুনিলি, এবে রে পরাণ কাঁদে!

 

৫.

বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে,

সে সাধ সাধিতে?

ক্ষত মাত্র হাত তোর             মৃণাল-কণ্টকগণে

নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণী।

এ বিষম বিষজ্বালা ভুলিবি, মন, কেমনে।

 

৬.

যশোলাভ লোভে আয়ু কত যে ব্যয়িলি হায়,

কব তা কাহারে?

সুগন্ধ কুসুম-গন্ধে              অন্ধ কীট যথা ধায়,

কাটিতে তাহারে,-

মাৎসর্য-বিষদশন,              কামড়ে রে অনুক্ষণ!

এই কি লভিলি লাভ, অনাহারে, অনিদ্রায়?

 

৭.

মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে

   যতনে ধীবর,

শতমুক্তাধিক আয়ু             কালসিন্ধু জলতলে

   ফেলিস, পামর!

ফিরি দিবি হারাধন, কে তোরে, অবোধ মন,

হায় রে, ভুলিবি কত আশার কুহক-ছলে!

 

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)