Nakara Bajche Poem Lyrics নাকাড়া বাজছে – কবিতা সিংহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

নাকাড়া বাজছে, পাহাড় বাজছে,
নাকাড়া বাজছে, আঁধার বাজছে বনের ভিতরে

নাকাড়া, নাকাড়া, নাকড়া, নাকাড়া
মনে হয় যেন বুক ফেটে যায়
বুক ফেটে যায় বুকের চামড়া !

কিসের কাঁদন? দুরু দুরু দুরু-
বুকের ভিতর সঘন কাঁপন
চমকায় ধ্বনি, ধ্বনি প্রতিধ্বনি
ফেরায় পাহাড়-পাহাড়ের বুক
বুক থেকে বুকে ছড়ায় আওয়াজ
নাকাড়ার বুকে ধরে রাখা বাজ
বাজের শব্দ, শব্দ ভাঙছে, প্রবল ছন্দে

মানুষ শুনছে, মানুষ বুঝছে
ভরে-আনন্দে ! ভয়ে আনন্দে!
নাকাড়া বাজছে, পাহাড় বাজছে
বনের ভিতর বৃক্ষে বৃক্ষে তালে তালে তালি
রাত্রি বাজছে দিবস বাজছে
ওপরে আকাশ, ছড়ানাে নাকাড়া
নাকাড়ার বুকে ছাওয়া আছে নীল

মহাকরােটির মােহন চামড়া
চাঁদ মাঝখানে ক্ষুদ্র চাকতি
যেখানে হাড়ের তাসের আঘাতে
বুকে ঢেউ উঠে জোয়ার জাগছে
নাকাড়া বাজছে পাহাড় বাজছে
ঝম ঝম ঝম লাখাে করতালি
পাতায় পাতায় জ্যোছনা ঢালছে
ধ্বনির রূপালি ভয়াল আওয়াজ
আকাশে যে ঘােরে সেই একা বাজ
নাকাড়া ফাটায় নাকাড়া ফাটায়
পাহাড়ে এখন সুরের স্বরজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।