Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Patar posak kobita lyrics : পাতার পোশাক (পরিশিষ্ট) – জয় গোস্বামী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
ঐ যে প্রেমিক আর ঐ যে প্রেমিকা
প্রচুর ঘুমের পিল ব্যাগে নিয়ে ঘুপচি মতন হোটেলে উঠছে
ঐ যে যুবক আর ঐ যে যুবতী
ফলিডল শিসি নিয়ে চুপচাপ দরজা দিচ্ছে ঘরে
ঐ যে ছেলেটি আর ঐ যে মেয়েটি
রেললাইনের ধারে, ঝোপে ঝাড়ে, দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যেবেলা
দূরে
লোকালের আলো
আজ,কাল,পরশু,তরশু ওদের সবাইকেই
অপঘাতে মৃতরূপে খুঁজে পাওয়া যাবে…
ওরাতো মাস্টার-ছাত্রী,দেওর-বৌদি তো ওরা,
ওরা তো সুদূর সম্পর্কে ভাইবোন
লোকচক্ষু থেকে ওরা এই পথে বাইরে চলে এলো
আসলে, কখন ওরা হোটেলের ভ্যাপসা ঘর,
হাসপাতাল,মর্গ আর রেলখাল ছেড়ে
উঠে গিয়ে,
আকাশের একটুখানি পরে
বসতি তুলেছে – হ্যাঁ – জবর দখল।
সেখানে মেঘের তৈরী গাছ
সেখানে হাওয়ায় তৈরী কুটির -সেখানে
পাতা,শুধু পাতার পোশাক।
সে  দেশেএখন
ছিন্ন ভিন্ন বৌটিকে ছবি এঁকে দিচ্ছে তার
রেলেকাটা কিশোর প্রেমিক
আঁচলে কষের রক্ত মুছিয়ে মেয়েটি বলছে :
তাহলে এবার একটা গান কর বটাই!
যুবকটি ছুঁয়ে ছুঁয়ে মুছে দিচ্ছে যুবতীর
সারা গায়ে মর্গের সেলাই।
আর এক মাথা গরম কবি,
এই মর্ত্যমাঠ থেকে উপরে তাকিয়ে
দেব-দেবীদের সঙ্গে সমানে হাঙ্গামা করছে
স্বর্গের এই জমিটুকু এক্ষুনি ওদের নামে
লিখে দেওয়া চাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)