Pecha ar pechani kobita poem lyrics প্যাঁচা আর প্যাঁচানী কবিতা – সুকুমার রায়
Bengali Poem (Bangla Kobita), Pecha ar pechani written by Shukumar Ray. The poem is included in Sukumar Roy’s book Abol Tabol. বাংলা কবিতা, প্যাঁচা আর প্যাঁচানী লিখেছেন সুকুমার রায়। কবিতাটি সুকুমার রায় এর আবোল তাবোল কব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
প্যাঁচা কয় প্যাঁচানী,
খাসা তোর চ্যাঁচানি
শুনে শুনে আন্মন
নাচে মোর প্রাণমন!
মাজা-গলা চাঁচা-সুর
আহলাদে ভরপুর!
গলা-চেরা ধমকে
গাছ পালা চমকে,
সুরে সুরে কত প্যাঁচ
গিট্কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!
যত ভয় যত দুখ
দুরু দুরু ধুক্ ধুক্,
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে,
চাঁদমুখে মিঠে গান
শুনে ঝরে দু’নয়ান।