Ekjon nari kobita Alok Sarkar : একজন নারী – আলোক সরকার

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

 দুইজন চলে যাচ্ছে একজন নারী। আমি চলাগুলি সন্তর্পণে দেখি
 কতাে দীর্ঘদিন দেখা একজন নারী
 দুইজন চলে যাচ্ছে আমি ভয়ে-ভয়ে থাকি যদি চলাগুলি ভেঙে যায়
 কতাে সহজের ভাঙা একজন নারী আমি কপাটে লুকিয়ে থেকে দেখি
 দুইজন চলে যাচ্ছে আর অন্তর্লীন প্রতিবাদ।
 নাচের গতির মতাে চলা কলকণ্ঠ পাখির কাকলি সব নিয়ে একটি পূর্ণতা
 যেন দিগন্তের এপার ওপার যেন দিঘি তার সঠিক কেন্দের
 নীলপদ্ম, এইরকম স্বাভাবিক। নীলপদ্ম নীলপদ্ম নীলপদ্ম
 কোথায় বিষাদ রাখাে ? অবগাঢ় নিস্তব্ধতা ? সেইখানে মৌলিক বিকাশ
 স্বয়ংপূর্ণ দ্যুতি কালােজল অনিবার্য প্রেম।
 দুইজন চলে যাচ্ছে আমি সন্তর্পণে দেখি একজন নারী
 আমি ভয়ে-ভয়ে থাকি, উন্মুখর অস্বীকার তামসী নির্জন থেকে
 একবার মাথা উঁচু করে তারপর স্ফুরিত স্তব্ধতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)