Pouttalik kobita lyrics পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Pouttalik kobita lyrics পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা

 

Bangla Kobita, Pouttalik (Bhalobesechilam ekti soirinike) written by Arabinda Guha [বাংলা কবিতা, পৌত্তলিক লিখেছেন অরবিন্দ গুহ]

 

ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে

খরচ ক’রে চোদ্দ সিকে।

স্বৈরিণীও ভালোবাসা দিতে পারে

হিসেবমতো উষ্ণ নিপুণ অন্ধকারে।

তাকে এখন মনে করি।

কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।

 

কী নাম ছিল? সঠিক এখন মনে তো নেই;

আয়ুর শেষে স্মৃতি খানিক খর্ব হবেই।

গোলাপী? না তরঙ্গিনী? কুসুমবালা?

যাক গে, খোঁপায় বাঁধা ছিল বকুলমালা;

ছিল বুঝি দুচোখে তার কাজলটানা;

চোদ্দ সিকেয় ছুঁয়েছিলাম পরীর ডানা।

এখন আমি ডানার গন্ধে কৌটো ভরি;

কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।

 

অন্ধ কিছু দেখে না তার কণ্ঠ পারে

ফুল ফোটাতে অন্ধকারে।

অন্ধকারে যে গান বানাই একলা হাতে

সুদূর সরল একতারাতে,

সে গান কোথায় ভাষা পেল,স্বচ্ছ ভাষা?

মূলে আমার চোদ্দ সিকের ভালোবাসা।

জলের তলায় মস্ত একটা আকাশ ধরি

কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)