Shilong Kobita Pinaki Thakur : শিলং – পিনাকী ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
রবীন্দ্রনাথ, কোথায় তােমার বাড়ি?
শিলং পাহাড় পেরিয়ে আড়াআড়ি
সামনে জলপ্রপাত

খুঁজতে খুঁজতে অনেকটা দূর এসে
লেখা- কাটা– লেখায় কায়ক্লেশে
রক্তারক্তি হাত

কোথায় অমিত ? লাবণ্য আজ কোথায় ?
পাহাড় ঘুরে কোন্ নদীটার সোঁতায়।
ঘটিয়েছিলে ওদের অ্যাকসিডেন্ট?

শিলং পিক-এ উঠতে উঠতে নাচ
আমরা আমােদগেঁড়ে কলমবাজ
হুল্লোড় ব্যাকসিটে

সবুজ শহর ছাড়ছে সবুজ শাড়ি
কোথায় ? কোথায় ? তােমার রঙিন বাড়ি
পাইনবনে লুকিয়ে আছে আজ

তুমিও ছিলে ঠিকানাহীন কবি,
চাকরি খুঁজে ধ্বস্ত মুখচ্ছবি
এমনই আন্দাজ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)