Prem poem Pranabendu Dasgupta প্রেম (কবিতা) – প্রণবেন্দু দাশগুপ্ত
প্রেম আসে, বুকের পাথর সরে যায়, প্রেম যায়, বুকের পাথর ভিড় করে। পৃথিবী যে কারাে কারাে কাছে খুব সুন্দর জায়গা, তাতাে তুমি বুঝে উঠতে পারাে। একটানা অন্ধকারে চোখ রেখে দিলে মাঝে মাঝে দু’একটি আকার উঠে আসে। একটি তরুণী আজ মাঝরাতে…