Sudarshana kobita Jibanananda Das সুদর্শনা কবিতা জীবনানন্দ দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Sudarshana kobita Jibanananda Das সুদর্শনা কবিতা জীবনানন্দ দাশ

 

Bangla Kobita, Sudarshana written by Jibanananda Das বাংলা কবিতা, সুদর্শনা লিখেছেন জীবনানন্দ দাশ

 

একদিন ম্লান হেসে আমি

তোমার মতন এক মহিলার কাছে

যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে

অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে

শুনেছি কিন্নরকন্ঠ দেবদারু গাছে,

দেখেছ অমৃতসূর্য আছে।

 

সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো;

তবুও সময় স্থির নয়,

আরেক গভীরতর শেষ রূপ চেয়ে

দেখেছে সে তোমার বলয়।

 

এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন

তোমার শরীর; তুমি দান করোনি তো;

সময় তোমাকে সব দান করে মৃতদার বলে

সুদর্শনা, তুমি আজ মৃত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)