Sob peyechir deshe kobita lyrics সব পেয়েছির দেশে কবিতা সুনির্মল বসু

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Sob peyechir deshe kobita lyrics সব পেয়েছির দেশে কবিতা সুনির্মল বসু

 

Bangla Kobita, Sob peyechir deshe written by Sunirmal Basu বাংলা কবিতা, সব পেয়েছির দেশে লিখেছেন সুনির্মল বসু

 

গল্প না ভাই, কল্পনা নয়,

স্বপন-বুড়ো এসে

আমায় নিয়ে উধাও হোলো

সব-পেয়েছির দেশে।

স্বপন-বুড়োর লম্বা দাড়ি,

পোষাকটি তার রং-বাহারী,

আমায় নিয়ে দিচ্ছে পাড়ি

হাল্কা-হাওয়ায় ভেসে;

সব-পেয়েছির দেশে রে ভাই,

সব-পেয়েছির দেশে।

 

স্বপন-বুড়ো, রসিক-চূড়ো

নিদ্-মহলের রাজা,

থুরথুরে তার শরীর বটে,

মনটি আজও তাজা;

সব-পেয়েছির দেশে চলো

সকল ছেলে মেয়ে,

উঠব মেতে সবাই সেথায়

সকল জিনিস পেয়ে,

সেথায় হাসির ঝর্ণা হাসে,

আমোদ খুশির বন্যা আসে,

মাতিয়ে তোলে শিশুর দলে

অসীম ভালোবেসে,

সব-পেয়েছির দেশে রে ভাই

সব-পেয়েছির দেশে।

 

বাংলাদেশের কিশোর-শিশু

তোমরা যারা আছো,

নাচার মতো নাচো তারা

বাঁচার মতো বাঁচো।

আধ-মরা আর ঘুণে ধরারা

বুড়োর কথা শুনবে যারা,—

সত্যিকারের মানুষ তারা

হবেই অবশেষে—

সব-পেয়েছির দেশে রে ভাই

সব-পেয়েছির দেশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)