Doler annondo kobita Shunirmal Basu দোলের আনন্দ কবিতা সুনির্মল বসু

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

 

Doler annondo kobita Shunirmal Basu দোলের আনন্দ কবিতা সুনির্মল বসু

 

Boshonto Utshaber Kobita, Doler annondo lyrics written by Shunirmal Basu বসন্ত উৎসবের কবিতা, দোলের আনন্দ লিখেছেন সুনির্মল বসু

 

দোলের আনন্দ

দোলের আনন্দ।

আয় ছুটে হারু, বিশু,

আয় ছুটে নন্দ!

 

রং-গোলা রাঙা জলে

সারা বেলা খেলা চলে,

প্রাণে জাগে গান আজ,

গানে দাগে ছন্দ;

দোলের আনন্দ।

 

আজকে প্রাণের হোলি,

আয় করি গলাগলি,

ভুলে গিয়ে দলাদলি,

ভুলে গিয়ে দ্বন্দ;

দোলের আনন্দ।

 

প্রাণের নিবিড় কোণে

রং ছিল সুগোপনে,

সেই রঙে মেখে দেব

প্রীতির সুগন্ধ;

দোলের আনন্দ।

 

আয় বিশু, আর হারু,

ভয় নেই আজ কারু,

হৃদয়ের দ্বার কেউ

রাখব না বন্ধ;

দোলের আনন্দ।

 

ভেদাভেদ সব ভুলে

দেব অজি চোখ খুলে

স্বার্থের বোঝা নিয়ে

যারা আছে অন্ধ;

দেশের আনন্দ।

 

হোলির এ রং ঢেলে

রাঙা দীপ দেব জ্বেলে,

বিলাব সকল জনে

ফাগ-মকরন্দ;

দোলের আনন্দ।

 

এ রঙের ছোপে জানি

রাঙা হবে প্রাণখানি,

জীবনের হোলি এ যে

নাহি তায় সন্দ’;

দোলের আনন্দ।

 

আজকে দোলের দিনে

রাঙা পথ নেব চিনে,

ঘুচে যাবে মুছে যাবে

যত কিছু মন্দ;

দোলের আনন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)