
কথোপকথন (৪১) বৃক্ষের বল্কল দেখে মনে হয় – পূর্ণেন্দু পত্রী
– বৃক্ষের বল্কল দেখে মনে হয় যেন আমাদের কথোপকথনগুলো যাতে না হারায় আশ্চর্য হরফে লিখে রেখেছে উল্কির মতো নিজের গায়। পৃথিবীর বৃক্ষগুলো মানুষের গোপনীয়তম সমস্ত সংবাদ জানে, এমনকি তোমাকে যা কখনো বলিনি হৃদয়ের সেই সব তূর্যনাদ আর্তনাদও জানে। –…