Opurno kobita Alok Ranjan Dasgupta : অপূর্ণ – আলোক রঞ্জন দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita Lyrics, Opurno written by Alok Ranjan Dasgupta

 

দ্বিতীয় ভুবন রচনার অধিকার

দিয়েছ আমার হাতে-

এই ভেবে আমি যত খেয়াপারাপার

করেছি গভীর রাতে, 

প্রতিবার তরী কান্নায় শুরু হয় 

কান্নায় ডোবে জলে, 

হাসিমুখে তবু কেন হে বিশ্বময় 

তােমার তরণী চলে ? 

তারপর তীরে ফিরে আসি নিরালায়, 

মূর্খনেশায় ভাবি, 

দূর থেকে তুমি আসবে অধীর পায়ে 

বলবে : ‘আমার দেশে 

তাের সেই খেয়া উজানে গিয়েছে ভেসে, 

ফিরিয়ে আনতে যাবি?’

 

উত্তর দেব : সেই তরী তুমি নাও, 

ছিন্ন সে-পাল তুলে, 

আজ তুমি শুধু একবার পাড়ি দাও 

এ নদীর কালাে চুলে ; 

দেখি কোন্ ফুলে প্রফুল্ল কর তার 

শােকার্ত শর্বরী, 

এই পারে আমি বাসী ফুল তুলি আর 

বালির পসরা করি।

 

Opurno kobita Alok Ranjan Dasgupta অপূর্ণ - আলোক রঞ্জন দাশগুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)