Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Tomake valobeshe Jibanananda Das তোমাকে ভালোবেসে জীবনানন্দ দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Tomake valobeshe kobita Jibanananda Das তোমাকে ভালোবেসে - জীবনানন্দ দাশ

 

Bengali Poem, Tomake valobeshe kobita lyrics written by Jibanananda Das বাংলা কবিতা, তোমাকে ভালোবেসে লিখেছেন জীবনানন্দ দাশ

 

আজকে ভোরের আলোয় উজ্জ্বল

এই জীবনের পদ্মপাতার জল;

তবুও এ-জল কোথা থেকে এক নিমিষে এসে

কোথায় চ’লে যায়;

বুঝেছি আমি তোমাকে ভালোবেসে

রাত ফুরোলে পদ্মের পাতায়।

 

আমার মনে অনেক জন্ম ধ’রে ছিলো ব্যথা

বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা;

হয়েছো তুমি রাতের শিশির—

শিশির ঝরার স্বর

সারাটি রাত পদ্মপাতার ‘পর;

তবুও পদ্মপত্রে এ-জল আটকে রাখা দায়।

 

নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল

পদ্মপাতায় তোমার জলে মিশে গেলাম জল;

তোমার আলোয় আলো হলাম

তোমার গুণে গুণ;

অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুণ

জীবন ক্ষণস্থায়ী তবু হায়।

 

এই জীবনের সত্য তবু পেয়েছি এক তিল:

পদ্মপাতায় তোমার আমার মিল

আকাশ নীল, পৃথিবী এই মিঠে

রোদ ভেসেছে, ঢেঁকিতে পাড় পড়ে;

পদ্মপত্র জল নিয়ে তার— জল নিয়ে তার নড়ে;

পদ্মপত্রে জল ফুরিয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)