Tumi chaile kobita lyrics : তুই চাইলে – কমলেশ সেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
আমার দুপাশে ডানা জাগিয়ে আমি উড়তে চাই না
নীল আকাশের নীচে পাখিদের দেশ
আমাকে মনে করিয়ে দেয়
কোথায় আছে সমুদ্র, বৃক্ষের সমাধি ।

তোর পৃথিবীতে তুই আমাকে নিয়ে মেঘের মতো খেলা কর
বৃষ্টি চাইলে, আমাকে ঘিরে তোল
বৃষ্টির শব্দ ।

আমার পোড়া-কপালের ছাঁচ কবে পালটে গেছে
পৃথিবীর হৃদ্ পিন্ড জুড়ে এখন
মৌসুমী হাওয়া,
নদীর জলে সারাটা জীবন বৈঠার মতো
সপাৎ সপাৎ ফেলছি হাত,
জলের অরণ্যের মধ্যে ভাসিয়ে দিয়েছি
বাঁশের কেল্লা ।

পৃথিবীর মানচিত্রের মধ্যে শুধু ধরে রেখেছি
মানুষ আর পাখির দেশ ।

পাখির চোখে পৃথিবীর ধানের বয়স ।

পাখির পৃথিবীতে মিথ্যের কোনো পল্লব নেই ।

তুই যদি আমাকে ঠিক ঠিক বুঝে থাকিস
একটুকরো আগুন আমার মুখে তুলে দিস ।

বাকিটা রেখে দিস নিজের জিম্মায় ।
তুই চাইলে কবিতার অক্ষরগুলো আগুনে পুড়িয়ে
নিজের মতো করে নিস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)