Jeno vorer sornokuntol kobita : যেন ভোরের স্বর্ণকুন্তল – কমলেশ সেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

ভোর,
একহাঁটু রোদ্দুরে ঝনাৎ ঝনাৎ শব্দ তুলে
আমি ঘরে ঢুকলাম ।

বব্ধুবরের চোখে
জামার কলারে
অবিন্যস্ত চুলে
তখনও বরফের কুচির মতো নরম ঘুম ।

সামনে টেবিলের ওপর খোলা পড়ে আছে
গত রাত্রে পড়তে পড়তে হঠাৎ রেখে-যাওয়া
মীর তকী মীরের কবিতার বই ।

আমি বেমালুম নিজেকে চেপে যাই
কী জন্যে
এ-ভোর-ভোর এসেছি ।

এক চামচ চিনি
হালকা চায়ের সঙ্গে মিশোতে মিশোতে
বলি :

আজ সন্ধ্যায় আবার আসব ।

একহাঁটু রোদ্দুরে ঝনাৎ ঝনাৎ শব্দ তুলে
আমি যেমন ভাবে ঘরে ঢুকেছিলাম
তেমনিভাবে বেরিয়ে গেলাম ।

টেবিলের ওপর খোলা
মীর তকী মীরের কবিতার বইয়ের পাতা
রৌদ্রে
কী ভীষণ ভিজে যাচ্ছে ।
যেন ভোরের স্বর্ণকুন্তল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)