তোমার জন্য – অনির্বাণ দত্ত
তুমি চাইলে কী না দিতে পারি আমি
কাকডাকা ভোরে উঠে
তুমি চাইলে এক বুক নদী সাঁতরে
ওপারের বাগান থেকে
সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে
তোমার হাতে দিয়ে বলতাম
এই দ্যাখো, তুমি চাইলে কী না দিতে পারি আমি।
যদি বলতে ওই উঁচু করমচা গাছে
কিংবা আকাশ ছোঁয়া কাঁচামিঠে আম
কিংবা জামরুল
কিংবা আমলকি থোকা পেড়ে দেবে
অমনি আমার চরকি নাচানো পায়ের আঙ্গুলে
কসরতের খেলায় তরতর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে
প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে
বলতাম -এই দ্যাখো, তুমি চাইলে কী না দিতে পারি আমি।
আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে
সিরসিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো
আমার শক্ত আঙ্গুলের ফাঁকে
তীক্ষ্ম নখের ফাঁকে
একটা একটা করে টিপে মারার জন্যে
যদি বলতে, সমুদ্র তোলপাড় করে
পাহাড়ের চূড়ো ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে
সেই বিশল্যকরণী লতা
ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে
ঠেকিয়ে বলতাম
এই দ্যাখো, তুমি চাইলে কী না দিতে পারি আমি।
অথচ আশ্চর্য, কিছুতেই তুমি
চাইলে না কিছু।