আসল রাজা (কবিতা) – অরুণ সরকার Ashol raja poem lyrics

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আসল রাজা (কবিতা) - অরুণ সরকার Ashol raja poem lyrics Arun Sarkar

 

কাকের মুখে রটল খবর

বনের রাজা বাঘ মরেছে।

জন্তুরা সব একে একে মরা বাঘ কে এলো দেখে,

কেউ বলল আহা উহু কেউ বললো বাঁচা গেছে ।

কদিন পরে বললো সবাই, বাঘ মরেছে!

বনের একটা রাজা তো চাই,

কে তাহলে রাজা হবে!

শেয়াল তখন চুপি চুপি,

মাথায় দিয়ে গাধার টুপি

লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কাহুয়া রবে,

বললো যে সেই রাজা হবে।

ভালুক বললো এই বেয়াদব!

ওখান থেকে নাম এখনই।

রাজা হবো, ফের যদি তোর মুখে শুনি,

একটি চরে অক্কা পাবি, হুক্কাহুয়া ভুলে যাবি।

বাঘ নেই তো ভালুক আছি,

বাঘের পরে আমার দাবী?

নেকড়ে বললো ভালোই আছো!

করবে তুমি ভালুক নাচও,

সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে!

হুঁ হুঁ আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কীসে!

আমায় রাজা করতে হবে,

হায়না বললো হাসাস নি আর,

পিসিই কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসেমশাই!

আমরা কোথায় যাইরে তবে!

আমায় রাজা করতে হবে।

বানর বললো ওরে হায়না,

জুড়ে দিলি তুইও বায়না!

জানিস তো কেউ তোকে চায় না।

ভাগার দিয়ে লেঙচে চলিস,

রাজা হবে তুইও বলিস!

হুঁ হুঁ আমি বানর অর্ধেক নর,

বনবাসী, বুদ্ধিজীবী।

আমায় রাজা করতে হবে,

সব্বাইকে বলে দিবি।

শুয়োর বললো বাঁদরামি রাখ,

গাছে আছিস গাছেতেই থাক।

পেটটা যখন দেবো চিরে,

সব বুদ্ধি বেরিয়ে যাবে।

আমায় বেশি ঘাঁটাস নি রে,

আমি যখন গোঁ ধরেছি,

আমায় রাজা করতে হবে।

সবাই চেঁচায় গোঁ গ্যাঁক গ্যাঁত গোঁ গ্যাঁক গ্যাঁত

বন তোলপার হট্টগোলে।

বাদুর তখন দিল বলে,

ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি।

হুঁ হুঁ শেয়াল কে আর দেখছিস কেউ!

শুনতে পাচ্ছিস!

ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে।

অ্যায়েস জোয়ান, ইয়া থাবা !

কেউ বললো ওরেব্বাবা!

কেউ বললো পালা পালা।

কেউ বললো আন ফুলের মালা,,

এসে গেছে রাজা মশাই সিংহাসনে এনে বসাই ।

আমাদের তো রাজা সাজা বাঘই হল আসল রাজা।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।