Nemontonno poem Lyrics নেমতন্ন কবিতা – অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Nemontonno Kobita Lyrics নেমতন্ন কবিতা - অন্নদাশঙ্কর রায়

 

যাচ্ছ কোথা?

চিংড়িপোতা।

কীসের জন্য?

নেমন্তন্ন।

বিয়ে বুঝি?

না বাবুজি।

কীসের তবে?

ভজন হবে।

শুধুই ভজন?

প্রসাদ ভোজন।

কেমন প্রসাদ?

যা খেতে সাধ।

কী খেতে চাও?

ছানার পোলাও।

ইচ্ছে কী আর?

সরপুরিয়ার।

আঃ কী আয়েশ!

রাবড়ি পায়েশ।

এই কেবলি?

ক্ষীর কেদলি?

বাঃ কী ফলার!

সবরী কলার।

এবার থামো।

ফজলী আমও।

আমিও যাই?

না , মশাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।