তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া - রবীন্দ্রনাথ ঠাকুর Tinkori tolpariye uthlo para rabindranath thakur

 

তিনকড়ি।    তোল্‌পাড়িয়ে উঠল পাড়া,

তবু কর্তা দেন না সাড়া! জাগুন শিগ্‌গির জাগুন্‌।

কর্তা।    এলারামের ঘড়িটা যে

চুপ রয়েছে, কই সে বাজে–

তিনকড়ি।    ঘড়ি পরে বাজবে, এখন ঘরে লাগল আগুন।

কর্তা।    অসময়ে জাগলে পরে

ভীষণ আমার মাথা ধরে–

তিনকড়ি।    জানলাটা ঐ উঠল জ্বলে, ঊর্ধ্বশ্বাসে ভাগুন।

কর্তা।    বড্ড জ্বালায় তিনকড়িটা–

তিনকড়ি।    জ্বলে যে ছাই হল ভিটা,

ফুটপাথে ঐ বাকি ঘুমটা শেষ করতে লাগুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।