Agomoni kobita lyrics Premendra Mitra আগমনী কবিতা প্রেমেন্দ্র মিত্র

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Agomoni kobita lyrics Premendra Mitra আগমনী কবিতা প্রেমেন্দ্র মিত্র

 

   বর্ষা করে যাব, যাব,

শীত এখনও দূর,

এরই মধ্যে মিঠে কিন্তু

হয়েছে রােদ্দুর!

 

মেঘগুলাে সব দূর আকাশে

পারছে না ঠিক বুঝতে,

ঝরবে, নাকি যাবে উড়ে

অন্য কোথাও খুঁজতে!

 

থেকে থেকে তাই কি শুনি

বুক-কাপানাে ডাক?

হাঁকটা যতই হােক না জবর

মধ্যে ফাঁকির ফাক!

 

আকাশ বাতাস আনমনা আজ

শুনে এ কোন ধ্বনি,

চিরনতুন হয়েও অচিন

এ কার আগমনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।