অর্চনা আচার্যচৌধুরী

Helespont kobita poem : হেলেসপন্ট – অর্চনা আচার্যচৌধুরী

তুমি তো বলতে আমি নাকি ভুলবোই ঝিনুকের ভাঁজ বারবার আজ খুলে দেখি; গৈরিক জলে ঘুরপাক খায় বটের পাতা, সিঁড়ির চাতালে স্তব্ধ দুপুর পাশে কেউ নেই । আমার ওষ্ঠে হাত রেখে তুমি বলেছো সেদিন; সায়নারা তুমি বিশ্বাস রেখো আমার প্রেমে ।…

Read MoreHelespont kobita poem : হেলেসপন্ট – অর্চনা আচার্যচৌধুরী

Ek sringa osho kobita : এক শৃঙ্গ অশ্ব – অর্চনা আচার্যচৌধুরী

খিড়কি খোলা একলা আমি পুকুর পাড়ে- জলের নিচে শালুক ভরা টুকরো আকাশ, শূন্যে চিল, পাক খাওয়া চিল, কালোবিন্দু, চতুর্দিকে নিবিড় বন শান্ত ছবি । হলুদ ক্রোটন, আগুন বাগান, আমরা দুজন, লালডোরা প্যান্ট, বুশশার্ট, বন্ধু সেই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ ফল, কাঁপছি…

Read MoreEk sringa osho kobita : এক শৃঙ্গ অশ্ব – অর্চনা আচার্যচৌধুরী

Projonmo kobita lyrics poetry : প্রজন্ম – অর্চনা আচার্যচৌধুরী

  আজ আমি গৃহে থেকে পরবাসী এক। যে দুঃখী মেয়েটি শালুক আঁচলে ভরে পার হয় সাঁকো, আমার চেয়েও ধনী সে যে রামধনু কল্পনায় সাতরঙা তার মনের আকাশ। একদিন মুখখানি ঢলঢলে হবে- লাবন্যে সে প্রকৃতির নিয়মেই রোগাভোগা এই মেয়ে যাবে প্রেমের…

Read MoreProjonmo kobita lyrics poetry : প্রজন্ম – অর্চনা আচার্যচৌধুরী

Bangla kobita Bardhokyo : বার্ধক্য – অর্চনা আচার্যচৌধুরী

যখন যৌবন ছিল সহর্ষে জাগতুম ভোরবেলা। আবার দিনের শেষে শিশিরের দুঃখভাগ নিতুম সহজে ; এখন সকালে উঠি শুধু শাদা ঝর্ণাটিকে গালাগাল দিতে যদিও সতেজ রাখে সমস্ত গাছের মূল; আহা যদি দুচোখের পাতা নির্বোধ খড়খড়ি হত, আর তাকে চেপে বন্ধ করে…

Read MoreBangla kobita Bardhokyo : বার্ধক্য – অর্চনা আচার্যচৌধুরী

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)