Helespont kobita poem : হেলেসপন্ট – অর্চনা আচার্যচৌধুরী
তুমি তো বলতে আমি নাকি ভুলবোই ঝিনুকের ভাঁজ বারবার আজ খুলে দেখি; গৈরিক জলে ঘুরপাক খায় বটের পাতা, সিঁড়ির চাতালে স্তব্ধ দুপুর পাশে কেউ নেই । আমার ওষ্ঠে হাত রেখে তুমি বলেছো সেদিন; সায়নারা তুমি বিশ্বাস রেখো আমার প্রেমে ।…