Bengali poetry Sotta by Sankha Ghosh : সত্তা – শঙ্খ ঘোষ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
তুমি থেকো, তুমি সবার দৃশ্যগােচর থেকো-
নইলে আমি এ যে কিছুই বুঝতে পারি না।
স্মরণ, বিস্মরণ- তার উর্ধ্বে প্রত্যেকে
দেখবে, তুমি মানবী না, স্বপ্নপরী না।

তবে কে ও? তবে কে ও? কোথায় চলেছে ও
অর্ধরাতে অন্ধকারে অবিশ্বাসিনী ?
শব্দগুলি অন্ধকার, নীরব, নিঃশ্রেয়-
এখনও না, আমি সীমার প্রান্তে আসিনি।

তুমি থামাে তুমি থামাে, নিশীথে বন্যতা,
মধ্যে জাহাজ জ্বলে হঠাৎ, তুমি থামাে থামাে ;
দৃশ্যবিহীন অকূলতায় খােলে জলের জটা
গৃঢ় পাতাল, মহাপাতাল, নমাে নমাে নম!

কিন্তু কেন? নিঃস্ব পদ্ম টানে প্রবল টানে।
ভেসে কোথায় যেতে কোথায় ডাকে কে গাে, কে গাে-
এ যদি হয় সত্তা তবে অস্তিত্বের মানে
 থাকা, কেবল থাকা, তুমি বিশ্বগােচর থেকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)