Baishe magh kobita Joy Goswami বাইশে মাঘ – জয় গোস্বামী
সেদিন ছিলাম জলেভাসা খড়কুটো
তুমি তাে আসতে বিকেলে নদীর ধারে
ঢেউয়ের সঙ্গে লাফিয়ে পৌছতাম
কচিৎ কখনাে তামার পায়ের কাছে
আজ সারাদিন লােকের পিছনে লােক
আজ সারাদিন সাহিত্যছাই ঘাঁটা
সারাদিনই শুধু একের পিছনে এক
মুখােশ চড়ানাে, মুখােশ নামিয়ে রাখা
লােক চলে যেতে দুপুর গড়িয়ে যায়
হাতে অবসাদ, কোথায় তােমার লেখা ?
পাতা ওল্টাই, কই খড় ? কই কুটো ?
পাতা ওল্টাতে বিকেল গড়িয়ে যায়
ও এসে দাঁড়ায়। পিঠে হাত রাখে, বলে :
‘আমরাও তা-ই! তাই নাগাে ? খড়কুটো !
ভাসতে ভাসতে এখানে পৌছলাম
কবিরা কি তবে সমস্ত জেনে যায় ?’
কিচ্ছু বলি না, তাকাই অন্যদিকে
পাখিরা ফিরছে, মুখে খড়, মুখে কুটো।
তুমি কি বাড়িতে ? তুমি কি বেরােবে আজ ?
মনে মনে দেখি পুরনাে সে-ঘরটিকে :
তুমি বসে আছো, সামনে জানলা খােলা
সামনে টেবিল, বইপত্রিকাছবি
কত লেখকের কত খড় কত কুটো
হাওয়ায় উড়ছে, উড়ছে বৃষ্টিছাটে
তুমি বসে আছাে সামনে জানলা খােলা
সূর্য ডুবছে উল্টো দিকের মাঠে
কোলের ওপরে জড়াে করা হাত দুটো !
Subscribe
0 Comments
Oldest